বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চেয়ে ছাত্রদলের স্মারকলিপি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ ফেব্রুয়ারী ২০২৫ | ৭:৪৯ অপরাহ্ন


হাটহাজারী সরকারি কলেজে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ছাত্রদল কলেজ অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই স্মারকলিপি প্রদান করা হয়।

ছাত্রদল তাদের স্মারকলিপিতে উল্লেখ করেছে যে, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তারা এসব কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে। একইসাথে, আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধেও উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

স্মারকলিপি প্রদানকালে হাটহাজারী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সংগঠক মোহাম্মদ রায়হান উদ্দিন, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুর রাজ্জাক রহিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু মনচুর, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম জীবন, জেলা ছাত্রদলের সদস্য সাজ্জাদ হোসেন জনি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নুরনবী সাকিবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অন্যান্য ছাত্রদল নেতাদের মধ্যে আবু সাদেক, মাসুম, তাকরিম, রিয়াদ, আরাফাত, সোহেল, আবু সাঈদ ও রাসেল প্রমুখও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন।
এই স্মারকলিপির মাধ্যমে ছাত্রদল তাদের দাবিগুলো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে।