শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

ধলই ইউপি চেয়ারম্যান কারাগারে, আহত পুলিশ সদস্যরা আশঙ্কামুক্ত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ ফেব্রুয়ারী ২০২৫ | ৫:৩৭ অপরাহ্ন


হামলার ঘটনায় দায়েরকৃত হত্যাসহ পাঁচটি মামলার আসামি হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল মনসুরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে, বুধবার (০৫ ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় অভিযুক্ত ধলই ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সমর্থক আবুল মনসুরকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় চেয়ারম্যান মনসুরের সমর্থকরা ডিবি পুলিশের উপর হামলা চালায় এবং কাটিরহাট বাজার ও মনিয়া পুকুরপাড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রায় আধ ঘন্টা অবরোধ করে রাখে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং শত শত যাত্রী চরম দুর্ভোগের কবলে পড়েন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে ধলই ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চেয়ারম্যান মনসুরকে গ্রেফতারের চেষ্টা করা হলে তার সমর্থকরা বাধা দেয়। এসময় ডিবি পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছয়জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহতরা হলেন, ইমরান (৩০), জামাল উদ্দিন (২৫), সাজেদুল ইসলাম (৪৫), শাহাদাত ডালি (৩০), আবু কাউসার (৩৮) এবং ইসকান্দর (৫১)। এ সময় জান্নাত শিরিন (৫৪) নামে স্থানীয় এক মহিলা গুলিবিদ্ধ হন। গুরুতর আহত ছয়জনের মধ্যে দুইজন পুলিশ সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব এবং অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত দুই পুলিশ সদস্যের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত।

তিনি আরও জানান, সরকারি কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।