নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদধারী নেতাদের নেতৃত্বে হামলা চালাচ্ছে ছাত্র-জনতা।
নোয়াখালীর একাধিক স্থানীয় সাংবাদিকের সাথে কথা বলে জানা গেছে, দুপুর একটার দিকে শুরু হওয়া এই হামলা এখনও চলছে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর চালাচ্ছে।
স্থানীয় সাংবাদিক হাসিব আল আমিন বলেন, “হাতুড়ি, রড, যার কাছে যা ছিল তা নিয়ে হামলা চালাচ্ছে।”
“বুলডোজার খুঁজছিলো, পায় নাই,” বলছিলেন আরেক সাংবাদিক সাইফুল্লাহ কামরুল।
তারা জানান, ভাঙচুরের পর বাড়ি থেকে এখন মালামাল লুট করে নিয়ে যাচ্ছেন মানুষজন এবং বাড়ির জায়গায় জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে।
উল্লেখ্য, ওই বাড়িতে গত পাঁচই অগাস্টের পরই একবার হামলা চালানো হয়েছিলো।