ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগের নির্দেশ দেয়া হয় এসময়।
বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণ করা হয়েছে এমন অভিযোগ এনে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন নিয়োগবঞ্চিত ৩০ জন প্রার্থী। ওই রিটের শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করে।
গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। এ রায়ের ফলে শিক্ষকদের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
সবশেষ, গত ১৯শে নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জনকে নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
এদিকে এ রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে আদালতের সামনেই বিক্ষোভ করেন এই নিয়োগ হারানো অনেকে।