শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

বাঁশখালীতে সাজাপ্রাপ্ত কুখ্যাত জলদস্যু গ্রেপ্তার, জনমনে স্বস্তি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ ফেব্রুয়ারী ২০২৫ | ৩:২৪ অপরাহ্ন


অবশেষে পুলিশের জালে ধরা পড়লো চট্টগ্রামের বাঁশখালী উপকূলের ত্রাস, কুখ্যাত জলদস্যু আতাউর করিম প্রকাশ জ্যাকর। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জ্যাকর ওই এলাকার আবদুল আউয়ালের ছেলে।

বাঁশখালী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এনামুল হকের নেতৃত্বে একটি দল পূর্ব বড়ঘোনা এলাকায় অভিযান চালায়। অভিযানে একাধিক মামলার আসামি ও দীর্ঘদিন ধরে পলাতক জ্যাকরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, আতাউর করিম জ্যাকর বাঁশখালী উপকূলীয় অঞ্চলের মূর্তিমান আতঙ্ক। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। একটি মামলায় তার এক বছরের কারাদণ্ড হয়েছে।

বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ জানান, “দীর্ঘদিন ধরে পলাতক এই জলদস্যুর বিরুদ্ধে একটি মামলায় এক বছরের সাজা এবং দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

জ্যাকরের গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে তার অত্যাচারে অতিষ্ঠ উপকূলের মানুষ পুলিশের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে।