চট্টগ্রামের লোহাগাড়ায় টিকটক করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে পুটিবিলা ইউনিয়নের ৪ নং পূর্ব তাঁতীপাড়ায় ইমামাবাড়ী মসজিদের বার্ষিক সভায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম মুবিনুল হক মুমিন (১৭)। সে নালারকুল মুন্সিপাড়ার বাসিন্দা মৃত মোজাম্মেল হকের পুত্র এবং পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় মোঃ মুকিত উদ্দিন (২১) নামে আরেকজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মুকিত একই এলাকার রহমত উল্লাহর পুত্র।
স্থানীয় বাসিন্দা নুরুল আলম জানান, রাত ৮টার দিকে তাঁতীপাড়া মসজিদের বার্ষিক সভা চলছিল। মুমিন ও মুকিত নালারকুল থেকে সভায় বেড়াতে এসেছিল। সেখানে ভাসমান কসমেটিক্সের দোকানের সামনে টিকটক করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষ মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মুকিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রীতিপূর্ণা হৈমন্তিকা দাশগুপ্তা জানান, হাসপাতালে আনার আগেই মুমিনের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রয়েছে এবং পুলিশকে খবর দেওয়া হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ভাসমান কসমেটিক্সের দোকানের সামনে ১৭ থেকে ২৩ বছর বয়সী দুই গ্রুপ যুবকদের মধ্যে টিকটক করাকে কেন্দ্র করে ঝগড়াঝাঁটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।