হাটহাজারীতে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিনের নেতৃত্বে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে সড়কের উপর অবৈধ পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হওয়ায় স্থানীয় সরকার আইন ২০০৯ এর ১০৯ ধারা অনুযায়ী তিন ব্যক্তিকে মোট এক হাজার তিনশত টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন জানান, যানজট, সড়ক দুর্ঘটনা রোধ ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।