চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি ও সদস্য মুস্তফা নঈম স্বাক্ষরিত এক পত্রে গত ৪ ফেব্রুয়ারি এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটিতে এস.কে.এম নুর হোসেন (দৈনিক ইনকিলাব)-কে আহ্বায়ক এবং আহমদ উল্লাহ (দৈনিক সমকাল)-কে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন: যুগ্ম আহ্বায়ক এটিএম তোহা (দৈনিক ইত্তেফাক), সদস্য শফিউল আজম (দৈনিক আজাদী), আবদুর রাজ্জাক (দৈনিক প্রথম আলো), আবেদ আমিরী (দৈনিক পূর্বদেশ/যুগান্তর) ও সেলিম চৌধুরী (দৈনিক জনতা)।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ২০২৪ পটিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য ছিল। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে বিরোধ সৃষ্টি হলে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কগণ বিষয়টি জানতে পেরে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ এনে জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা প্রশাসন কর্তৃক নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ পটিয়া প্রেস ক্লাবের এই আহ্বায়ক কমিটি গঠন করে দেন।