বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ভুজপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১১ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ ফেব্রুয়ারী ২০২৫ | ১২:১২ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- রঞ্জিতের মিষ্টির দোকান, আবু সওদাগরের চাউলের দোকান, তসলিমের ক্রোকারিজের দোকান, আলমগীরের গাছের দোকান, তসলিমের বেডিংয়ের দোকান, আনসারের হোটেল, আব্বাসের ওয়ার্কশপ, আব্বাসের পান দোকান, তাহেরের স্টিলের দোকান, সেলিমের হোটেল এবং নুরুল ইসলামের ওয়ার্কশপের দোকান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাজারের আনসার সওদাগরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা এবং ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) মো. কামাল উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরও বলেন, দোকানগুলো টিন এবং বাঁশের বেড়ার তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চায়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।