বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

কর্ণফুলীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৫ ফেব্রুয়ারী ২০২৫ | ১২:১০ অপরাহ্ন


চট্টগ্রামের কর্ণফুলীতে শহিদুল ইসলাম (৩২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ড এলাকার মরিচ ব্যাপারীর বাড়ির সিরাজের ছেলে। তিনি শিকলবাহা ইউনিয়ন যুবলীগের একজন সংগঠক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে নগরীর চাদগাঁও থানায় দায়ের করা একটি মামলায় শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মুহাম্মদ শরীফ আরও বলেন, শহীদুল ইসলামকে গ্রেপ্তারের পর চাদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।