চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে দুটি গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘাগড়া খিল মোগল দক্ষিণ পাড়া হাকিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মৃত এজেহার মিয়ার ছেলে মোহাম্মদ সাঈদ হোসেন (২১) জানান, গোয়ালঘর দুটি বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত। মঙ্গলবার সকাল ৭টার দিকে গোয়ালঘরে গিয়ে দেখেন তাদের তিনটি গরু চুরি হয়ে গেছে। পাশের গোয়ালঘর থেকেও আরেকটি গরু চুরি হয়েছে বলে জানান তিনি। চুরি হওয়া চারটি গরুর আনুমানিক বাজার মূল্য দুই থেকে আড়াই লাখ টাকা বলে জানান সাঈদ।
সকাল থেকেই গরুর সন্ধানে বেরিয়েছিলেন সাঈদ। একটি বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত আড়াইটার দিকে একটি ট্রাক আলমশাহ পাড়া টু রাজারহাট সড়ক দিয়ে যাওয়ার সময় একই সড়কের একটি স্থানে থামে। কিছুক্ষণ পর ট্রাকটি আবার চলে যায়। ধারণা করা হচ্ছে, ওই ট্রাকে করেই গরুগুলো নিয়ে গেছে চোরেরা।
ঘটনার পর ভুক্তভোগী সাঈদ হোসেন থানায় অভিযোগ করেছেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মাহফুজ বলেন, অভিযোগ পাওয়ার পর সকাল থেকেই এ বিষয়ে কাজ করছেন তিনি।