আবাদি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা


দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় আবাদি জমির মাটি কাটার অভিযোগে একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (আজ) দুপুরে উপজেলার ঢেমশা নাপিতের চর এলাকায় অবস্থিত জিবিএম নামের ইটভাটাকে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিতা করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান শেষে ফারিতা করিম বলেন, “ঢেমশা এলাকায় আবাদি জমির টপসয়েল কাটার অভিযোগে জিবিএম ইটভাটার দায়িত্বে থাকা মোহাম্মদ ইসমাইল (৬৪) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আবাদি জমি রক্ষার স্বার্থে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন অভিযান চালানো হচ্ছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কেটে নেওয়া দন্ডনীয় অপরাধ। কৃষি জমির মাটি কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।