মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

চট্টগ্রামে দিনে দুপুরে আবাসিক ভবনে ডাকাতি, ২ জন আটক

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৪ ফেব্রুয়ারী ২০২৫ | ৩:৩৫ অপরাহ্ন


চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ভবনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় এই ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে ভবনের মালিক ও শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ের জামাতা লোকমান হাকিম আহত হয়েছেন। তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।

এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তারা হলেন – বায়েজিদ ও আকাশ। তারা দুজনই ওই ভবনে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটিতে ডাকাতির সময় চিৎকার-চেচামেচি শুনে স্থানীয়রা ১২টার পরে ৯৯৯-এ ফোন করে বাসার বাইরে রক্ত দেখা গেছে এবং শোরগোলের ঘটনা জানান। এরপর পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর সোয়া দুটার দিকে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করে পাঁচ মিনিট ধরে অভিযান চালিয়ে আরও এক ডাকাতকে আটক এবং জিম্মিদশা থেকে লোকমান হাকিমকে উদ্ধার করে।

নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, ‘আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। একজন আহত হয়েছেন। তিনি ডাকাতির শিকার বাড়ির মালিক।’

ডাকাতি করতে যাওয়া লোকজন ওই ভবনে কাজ করতেন জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘তারা ডাকাতির উদ্দেশেই বাসায় প্রবেশ করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। যারা ডাকাতির জন্য বাসায় প্রবেশ করেছে তারা এখানেই (বাসায়) কাজ করতো। একটা অপারেশন শেষ হয়েছে মাত্রা। তদন্ত শুরু হবে, তদন্ত পর্যায়ে আমরা আরো তথ্য উদঘাটন করার চেষ্টা করবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডাকাতদের একজন ভিকটিমকে বাথরুমে বন্দি করে রাখে। তখন ভিকটিমকে উদ্ধার এবং চক্রের সদস্যকে গ্রেপ্তার করার জন্য সাউন্ড গ্রেনেড ছোঁড়া হয়েছে।’