শ্রমিক লীগ নেতা মো. হাসান মাঝিকে গ্রেপ্তারের প্রতিবাদে যুবদল নেতা আবু তালেব লিটন ও শ্রমিক দল নেতা আক্তার হোসেনের ইন্ধনে সোমবার রাতে সদরঘাট থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক লীগ নেতাকর্মীরা।
পুলিশ সূত্রে জানা যায়, সদরঘাট থানার একটি দল মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে শ্রমিক লীগ নেতা হাসান মাঝিকে গ্রেপ্তার করে। এরপর যুবদল নেতা লিটন থানায় এসে ওসিকে শ্রমিক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার সুপারিশ করেন। ওসি রাজি না হওয়ায় লিটনের ইন্ধনে শ্রমিক লীগ কর্মীরা রাত ১১টা ২০ মিনিটে থানার সামনে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে লিটন ভেতর থেকে গেইটে এসে কর্মীদের চলে যেতে বললে তারা সরে যায়।
নগর বিএনপির এক নেতা জানান, শ্রমিক দলের নেতা আক্তার ও যুবদল নেতা লিটনের নেতৃত্বে শ্রমিক লীগ নেতাকে ছাড়ানোর জন্য মিছিল করা হয়েছে, যা দলীয় আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।
তবে লিটন জানান, তিনি শ্রমিক লীগ নেতাকে ছাড়ানোর জন্য যাননি, বরং এম এম ট্রান্সপোর্টের চুরির মামলার বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। শ্রমিকদের মিছিল প্রসঙ্গে তিনি বলেন, তারা তাদের অধিকার আদায়ে মিছিল করেছে।
সদরঘাট বিএনপির এক নেতা জানান, যুবদল নেতা লিটনের সঙ্গে আওয়ামী লীগ এমপি লতিফের অনুসারী আবু তারেক রনির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ৫ আগস্টের পর তাদের একসঙ্গে ছবি ফেসবুকে দেখা যায়। এ কারণে শ্রমিক লীগ কর্মীদের দ্বারা মালামাল লোড-আনলোড বন্ধ করে মিছিল-মিটিং করার আশঙ্কা রয়েছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সদরঘাট থানার ওসি আব্দুর রহিম জানান, যুবদল নেতা লিটনের নেতৃত্বে শ্রমিকরা মিছিল করেছে। তারা কিছুক্ষণ মিছিল করে চলে গেছে। শ্রমিক লীগ নেতাকে ছাড়ানোর জন্য তদবির করা হয়েছিল। তাকে ছাত্রদের করা মামলার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে।