মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

প্রতিমা ভাঙচুর ও বই পোড়ানোর ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আটক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ ফেব্রুয়ারী ২০২৫ | ৩:০৮ অপরাহ্ন


হাটহাজারীতে সরস্বতী পূজার প্রতিমা ভাঙচুর ও শিক্ষার্থীদের বই পুড়িয়ে দেওয়ার অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে হাটহাজারী পৌরসভার ফটিকা ৫নং ওয়ার্ডের সেন বাড়িতে এই ঘটনা ঘটে।

সেন বাড়ির বাসিন্দা উজ্জ্বল সেন জানান, তারা রাত ২টা পর্যন্ত পূজা মণ্ডপে ছিলেন। এরপর ওই ব্যক্তি কোনো এক সময় মণ্ডপে ঢুকে প্রতিমার মুখ ভেঙে দেয় এবং চারপাশে রাখা শিক্ষার্থীদের বইপত্রে আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে। পরে ৯৯৯ এ ফোন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যান।

উজ্জ্বল সেন আরও জানান, ১৯৮৪ সাল থেকে তাদের বাড়িতে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে এবং এমন ঘটনা তারা কখনো কল্পনাও করেননি। তারা থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন জানান, চিকিৎসকরা আটক ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।