“মেঘ বলেছে বৃষ্টি হবে”, “ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা” – শিরোনামে দুটি বই আসছে অমর একুশে বইমেলায়। সাংবাদিক ও শিশুসাহিত্যিক আকাশ আহমেদের লেখা এই দুটি বইয়ের একটি কিশোর কবিতার (মেঘ বলেছে বৃষ্টি হবে), অন্যটি ছড়ার (ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা)।
“মেঘ বলেছে বৃষ্টি হবে” বইটি প্রকাশ করছে শৈলী প্রকাশন। খ্যাতিমান শিল্পী উত্তম সেনের আঁকা প্রচ্ছদ ও পাতায় পাতায় চমৎকার সব ছবি বইটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। বইটির মুদ্রিত মূল্য ২২০ টাকা।
অন্যদিকে, “ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা” বইটি প্রকাশ করছে রৌদ্রছায়া প্রকাশন। খ্যাতিমান শিল্পী মোমিন উদ্দীন খালেদের মনোলোভা সব চিত্রকর্ম বইটির পাতায় পাতায় ছড়িয়ে দিয়েছে এক নান্দনিকতার ছোঁয়া। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা।
বই দুটি প্রসঙ্গে লেখক আকাশ আহমেদ বলেন, “বই দুটির নাম, প্রচ্ছদ, ভেতরের মনকাড়া ছবি ও লেখার বৈচিত্র্য প্রতিটি শিশুর দৃষ্টি কাড়তে সমর্থ হবে। শুধু তাই নয়, ছোটদের পাশাপাশি বড়দেরও ভালো লাগবে।”
পরিবারের শিশু সদস্যদের মোবাইল আসক্তি কমাতে বইয়ের কোনো বিকল্প নেই বলে মনে করেন লেখক। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান যেন তারা শিশুদের হাতে বই তুলে দেন। পাশাপাশি, শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিযোগিতায় অন্যান্য পুরস্কারের পাশাপাশি বই দেওয়ার পরামর্শও দেন তিনি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের ভূমিকাও প্রত্যাশা করেন লেখক।
বইমেলায় শৈলী প্রকাশন, রৌদ্রছায়া প্রকাশন ছাড়াও বইগুলো পাওয়া যাবে বাতিঘর, আদিগন্ত প্রকাশন ও শিশু প্রকাশের স্টলে। এছাড়াও অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাবে বলে জানান লেখক।
উল্লেখ্য, লেখক আকাশ আহমেদের জন্ম ১৯৬৯ সালের ১৬ জুন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা গ্রামে তার পৈতৃক নিবাস। স্ত্রী, বোন এবং দুই কন্যা নিবিড় ও নোটনকে নিয়ে “মায়া কুটির” নামের এক মায়াবী গৃহে বাস করেন তিনি।
স্কুলে পড়ার সময় বাবার কাছে পাঠানো মায়ের কবিতার মতো করে লেখা চিঠিগুলো দেখেই তার লেখালেখিতে হাতেখড়ি। ১৯৮৬ সালে দৈনিক আজাদীর ‘আগামীদের আসর’-এ ছাপার অক্ষরে তার প্রথম লেখা প্রকাশিত হয়। সেই থেকে শুরু তার নিরন্তর লেখালেখি।
ছোটদের ছড়া, কিশোর কবিতা, গল্প ও প্রবন্ধের পাশাপাশি তিনি বড়দের জন্যও বিস্তর লেখালেখি করেছেন। তিনি রাঙ্গুনিয়ার ভাস্কর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা এবং চম্চম্, ভাস্কর ও উচ্ছ্বাসের মতো পাঠক নন্দিত সাহিত্য পত্রিকার সম্পাদক।
তার প্রকাশিত অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে: নির্ঝর ও টুনটুন পাখি (কিশোর গল্প), আয় আয় মেঘপরী (কিশোর উপন্যাস), গাঙচিলের গান (কিশোর গল্প), কুয়াশাকাল (বড়দের উপন্যাস) এবং বিবস্ত্র জোছনা (বড়দের গল্প)।