লোহাগাড়ায় মাহফিলে ঐক্যের ডাক


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া দরগাহ মুড়া মসজিদ প্রাঙ্গণে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত এক মাহফিলে বক্তারা স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে কোরআন ও হাদিসের আলোকে এবং নবী করীম (সা.)-এর জীবনাদর্শে সমাজ ও দেশ পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।

মাহফিলের প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া বিএনপি’র আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। তিনি বলেন, “এই বাংলার বুকে সামনে যাতে স্বৈরাচার মাথা গুঁজে উঠতে না পারে, সেজন্য সবার চোখ-নাক খোলা রাখতে হবে। রাজনীতিমুক্ত সমাজ পরিচালনা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।”

বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় সভাপতি নাসির বলেন, “কোরআন ও হাদিসের আলোকে এবং নবী করীম (সা.)-এর জীবনাদর্শে সমাজ ও দেশ পরিচালনা করতে হবে। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি দেশ গড়তে হবে।”

উক্ত মাহফিলে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা এলডিপি’র সভাপতি ও পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী। তিনি বলেন, “আমরা মনে করেছিলাম গত ৫ আগস্টের পরে বিএনপি, জামায়াত, এলডিপি সবাই মিলেমিশে থাকবো, সমাজ ও দেশ পরিচালনা করবো। কিন্তু এখন দেখতে পাচ্ছি, যার যার মতে সবাই আলাদা। তবে আমাদের মনে রাখতে হবে, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সবাই একমত।”

এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগাড়া গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়া, পদুয়া দরগাহমুডা শাহী জামে মসজিদের সম্মানিত সভাপতি আবদুল মোনাফ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, দানবীর এবং পদুয়া দরগাহমুড়া শাহী জামে মসজিদের সভাপতি।