চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আনন্দ মিছিল করেছে সাতকানিয়া উপজেলা ও উত্তর সাতকানিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় কেরানীহাট এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাতকানিয়া উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক শেফায়েত উল্লাহ ওরফে চক্ষুর নেতৃত্বে এই আনন্দ মিছিল বের হয়।
মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব শহিদুল্লাহ, সাতকানিয়া উপজেলা যুবদল নেতা জামাল হাকিম, কাওসার আলম, ইসমাইল, রাজা মিয়া, আবুল খায়ের, মো: মুছা, কাশেম, নাছির সিকদার, আমির হোসেন, মো: সোহেল, মো: শোয়াইব, শাহাজাহান, লোকমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি কেরানীহাট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্লোগান দেন।
এই আনন্দ মিছিল নবগঠিত দক্ষিণ জেলা বিএনপি কমিটিকে আরও শক্তিশালী করতে এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের উজ্জীবিত করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।