চট্টগ্রামের বোয়ালখালীর সৈয়দপুর চাঁন্দারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে আল নূর ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির মালিক মো. মুবিন উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে তার দোকানের সেনেটারি, হার্ডওয়্যার, ইলেকট্রিক, রড, সিমেন্টসহ পাইকারি ও খুচরা বিক্রির সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। দোকানের ভেতর থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন তিনি।
রাত সোয়া ১টার দিকে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে আধাঘন্টা পর বোয়ালখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দোকানের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ খান জানান, তালা ভেঙে দোকানে প্রবেশ করতে হয়েছে। আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তিনি আরও বলেন, দোকানে কি পরিমাণ সম্পদ ছিল তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে অনুমান করা হচ্ছে, দোকানের মালামালসহ প্রায় ২৫ লক্ষ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। দোকানঘরসহ ক্ষয়ক্ষতির মোট পরিমাণ অর্ধকোটি টাকা হতে পারে।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় পাশের বহুতল ভবন ও চালের গোডাউন রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।