বোয়ালখালীতে মদ-গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার


বোয়ালখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ লিটার মদ ও ২৫ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বোয়ালখালী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালখালী থানা এলাকার মো. আবুল কালাম (৬১), সখিনা বেগম (৫৫), সঞ্চয় বড়ুয়া (৪৭) ও নয়ন বড়ুয়া (৪৮)।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।