সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৩:১১ অপরাহ্ন


যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী সুমনকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত সুমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে সুমন ও মনি আক্তারের বিয়ে হয়। তবে সুমন তার আগের একাধিক বিয়ের কথা গোপন রাখেন। বিয়ের পর থেকেই সুমন স্ত্রীকে নির্যাতন করতেন। মনি আক্তার হালদা ভ্যালি চা বাগানে কাজ করতেন এবং তার আয় থেকে স্বামীকে একটি মোটরসাইকেল ও ৫০ হাজার টাকা দিয়েছিলেন।

২০২১ সালের ৩০ অক্টোবর সুমন তার স্ত্রী মনি ও মামাতো ভাই টিপুকে নিয়ে শ্বশুরবাড়িতে যান এবং সেখানে শ্বশুরমমতাজের কাছে যৌতুক দাবি করেন। শ্বশুর অপারগতা প্রকাশ করলে তিনি স্ত্রীকে মারধর করেন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনি মারা যান।

এ ঘটনায় মনির ভাই আব্বাস বাদী হয়ে থানায় মামলা করেন। সুমন দোষ স্বীকার করে জবানবন্দি দেন। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এই রায় দেওয়া হয়।

রায়ের বিষয়টি ট্রাইব্যুনালের পেশকার কফিল নিশ্চিত করেছেন।