শ্রমিক বিক্ষোভ: বেতন না পাওয়ায় চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ


বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকরা আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় সড়ক অবরোধ শুরু করেছেন। এতে বায়েজিদ বোস্তামী সড়ক-দুই নম্বর গেট এবং তার আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, গত ডিসেম্বর মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। এর প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। বেলা ১২টার দিকে মালিকপক্ষের লোকজন কয়েকজন শ্রমিককে ডিসেম্বরের অর্ধেক বেতন পরিশোধ করেন। তবে এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

এক নারী শ্রমিক বলেন, আমরা তিন মাস ধরে বেতন পাচ্ছি না। আজ অর্ধেক বেতন দিয়ে আমাদের ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের সব পাওনা না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।

আরেক শ্রমিক বলেন, পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে। বেতনের জন্য আমাদের রাস্তায় নামতে বাধ্য করা হলো। মালিকপক্ষ থেকে শুধু মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে।

এই সড়ক অবরোধের কারণে টেকনিক্যাল মোড় ও তার আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। শিল্পাঞ্চল পুলিশ, খুলশী থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করছেন। তবে, কারখানাটির প্রশাসনিক ব্যবস্থাপক মোহাম্মদ জাবেদ ছাড়া মালিকপক্ষের আর কাউকে সেখানে দেখা যায়নি। শ্রমিকরা জানিয়েছেন, মালিকপক্ষের উপস্থিতি এবং বেতন পরিশোধের লিখিত প্রতিশ্রুতি না পেলে তারা রাস্তা ছাড়বেন না।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, “শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”