সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২:১৭ অপরাহ্ন

Arrest
চট্টগ্রামের কর্ণফুলীতে মো. আহম্মদ আলী (৩৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটের দিকে চরলক্ষ্যা ১ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. আহম্মদ আলী (৩৯) চরলক্ষ্যা ১ নম্বর ওয়ার্ডের মৃত রৌশন আলীর ছেলে। তিনি চরলক্ষ্যা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

ওসি মুহাম্মদ শরীফ বলেন, এক আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোপর্দ করা হয়েছে।