চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) হাফিজের রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ছনুয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ছনুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খুদুকখালী এলাকার ইউসুফ আলীর ছেলে মো. মনির উদ্দিন প্রকাশ ভেট্টা (৪০) এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুখালী এলাকার শুকলালপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে মো. বদরুল আলম ওরফে ল্যাম্পু ডাক্তার (৩৫)।
মনির ছনুয়া ইউনিয়ন যুবলীগের ক্রীড়া সম্পাদক এবং বদরুল আলম ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশীদের এই দুই সহযোগী গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বদরুল আলমকে ছনুয়া ইউনিয়নের মনুমিয়াজী বাজার থেকে ও মনির উদ্দিনকে খুদুকখালী বলীবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।