বান্দরবান জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাচিং প্রু জেরিকে এবং সদস্য সচিব করা হয়েছে মো. জাবেদ রেজাকে। এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক হিসেবে মুজিবুর রশিদ এবং সদস্য হিসেবে রয়েছেন মাম্যাচিং।
সাচিং প্রু জেরি বিএনপির জাতীয় কমিটির নির্বাহী সদস্য ছিলেন। অধ্যাপক ওসমান গনি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি। মুজিবুর রশিদ ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক। মো. জাবেদ রেজা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং মাম্যাচিং ছিলেন জেলা বিএনপির সভাপতি।
সর্বশেষ ২০১৭ সালে মাম্যাচিংকে সভাপতি ও জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।