সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

গণপিটুনির শিকার সেই চেয়ারম্যান নোয়াব আলী গ্রেপ্তার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ ফেব্রুয়ারী ২০২৫ | ১০:২২ অপরাহ্ন


চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নোয়াব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তার পোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আনোয়ারা থানার নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে ২০২৪ সালের ১৮ আগস্ট বৈরাগ ইউনিয়নবাসীর রোষানলে পড়ে গণপিটুনির শিকার হন বিনা ভোটে নির্বাচিত এই ইউপি চেয়ারম্যান। দায়িত্ব গ্রহণের পর থেকে তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠতে থাকে।