“স্বজনদের সাথে দেখা হয়নি দীর্ঘ চৌদ্দ বছর। প্রাণের সাথে মেলেনি প্রাণের কথা। মন ছিল দারুণভাবে বিমর্ষ। ফ্যাসিবাদের শোষণ আর কবলে পড়ে হারিয়েছি মা-বাবাসহ স্বজনদের। … যাদের সাথে ছিল ছোট্টবেলার সখ্যতা আর বেড়ে উঠা। তাদের ভালবাসি, বড্ড ভালবাসি।” – দীর্ঘ ১৪ বছর পর নিজ গ্রামে ফিরে এলাকাবাসীর সংবর্ধনায় সিক্ত হয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা নাছির উদ্দিন বিপ্লব।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হেয়াকো বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে ‘ফ্যাসিস্ট সরকারের’ রোষানলে পড়ে তিনি বাড়ি থেকে দূরে ছিলেন বলে জানান।
সংবর্ধনার মঞ্চে উঠে বিপ্লব বলেন, “চৌদ্দটি বছর ঘরে ফিরতে পারিনি। আ.লীগের অত্যাচারে আমার মাকে ঘরে রেখে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষ আমার মাকে সেদিন উদ্ধার করে। কয়েক বছর পর মায়ের মৃত্যু হয়। তাকে এক নজর দেখতেও পারিনি। আমি আপনাদের কাছে ঋণি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “এত বছর ধরে নিজ বাড়িতে ফিরে আসতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না হলে হয়তো আমি আজও ফিরতে পারতাম না। ফ্যাসিসটরা আমার ওপর যা অত্যাচার করেছে, তাদের বিচার আমি আল্লাহর কাছে দিয়েছি। আল্লাহ তাদের একদিন বিচার করবে।”
সংবর্ধনায় বিএনপির উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মোহাম্মদ মোজাম্মেল হায়দার চৌধুরী, মো আবুল কাসেম আজাহার, এম নাজিম উদ্দিন, মনির হায়দার, মনিরুজ্জামান লায়েস, ওসমান গনি বাবুল, নুরুল ইসলাম রিপন, মোহাম্মদ হালিম, কামাল উদ্দিন শিকদার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাকিল চৌধুরী রনি, খন্দকার মাসুম, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আলম ও নাহিদ হাসান।
এর আগে সন্ধ্যায় দীর্ঘ ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম নগর থেকে হাজারো কর্মী নিয়ে নাজিরহাট হয়ে সড়ক পথে বিপ্লবকে বরণ করে দাঁতমারার সংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন।