সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

বর্ষায় মরণফাঁদ, শুষ্ক মৌসুমে ধুলোর ঝড়: ফটিকছড়ির রাস্তার করুণ দশা

এস এম আক্কাছ | প্রকাশিতঃ ২ ফেব্রুয়ারী ২০২৫ | ৭:৪৪ অপরাহ্ন


রাজনৈতিক কর্তাব্যক্তিরা আশ্বাসের পর আশ্বাস দেন। তাদের আশ্বাসে যায় দিন পেরিয়ে মাস, অতঃপর বছর। কিন্তু সড়কের বেহাল অবস্থার পরিবর্তন হয় না। এ অবস্থা দীর্ঘদিনের। চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামে খালের পূর্ব পাড়ের সড়কটি দীর্ঘদিন ধরেই অবহেলিত।

এলাকার সাধারণ মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সড়কটি সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষদের। বিশেষ করে বর্ষায় চলাচল একেবারেই দুরূহ হয়ে পড়ে সড়কে। ফলে এবার এটি সংস্কারের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট বাস স্টেশনে বিশাল মানববন্ধন আয়োজনের কথা রয়েছে।

স্থানীয়রা জানান, সড়কটি এর আগে ব্যক্তিগত উদ্যোগে কয়েকবার সংস্কার করা হয়েছে। কিন্তু সরকার বা পৌরসভার পক্ষ থেকে কোনো সময়ই সংস্কার কাজে হাত দেওয়া হয়নি। অথচ এ সড়ক ব্যবহার করে ফটিকছড়ি সদর থেকে কাঞ্চননগর ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করেন। এখন পৌরসভা এলাকা পর্যন্ত সংস্কার করা হলে এলাকবাসীর দুর্ভোগ কিছুটা লাঘব হতো।

সরেজমিনে দেখা যায়, সদরের বিবিরহাট থেকে উত্তর ধুরুং ৯ নম্বর ওয়ার্ডে যাওয়া সড়কটিতে মড়ক ধরেছে। রাস্তার মাঝখানে গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিক সলিং উঠে পায়ে হাঁটাও যাচ্ছে না। রিকশায় যাত্রী উঠলে তারা অসুস্থ হয়ে যাচ্ছে ঝাঁকুনিতে। বোরহান উদ্দিন শাহ মাজার গেইট থেকে প্রায় ৫ কিলোমিটার সড়ক দিয়ে গাড়ি চলাচল দূরে থাক, পায়ে হাঁটাও যায় না। অথচ এতদিন দেশের অলিগলি উন্নয়ন হয়েছে। কিন্তু সংস্কারের নজর পড়েনি উপজেলার পাশে গ্রামের এ সড়কটিতে।

স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘বহুবার কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এলাকাবাসী তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সোমবার সকালে বাসস্টেশনে এক মানববন্ধনের আয়োজন করতে যাচ্ছে। আশা করি সবার স্বতঃস্ফূর্ত সমর্থন পাব।’

আল-মদিনা মসজিদের খতিব হাফেজ জুবায়ের হোসেন বাবু বলেন, ‘দূরের কেউ আত্মীয়-স্বজন করতে চায় না এ গ্রামের মানুষের সঙ্গে। কারণ ঘরবাড়ি দেখতে এসে সড়ক দেখে আত্মীয়তা করার আগ্রহ হারায়। আমরা এই অবস্থা থেকে সহসা পরিত্রাণ চাই।’

ফটিকছড়ি পৌরসভা বিএনপি নেতা আবদুল মাবুদ মুন্সি বলেন, ‘দ্রুত এই রাস্তার সংস্কার কাজ শুরু করা হোক, যাতে জনগণের দুর্ভোগ লাঘব হয়। সোমবারের মানববন্ধনে এলাকার সকল সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সানন্দ উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফটিকছড়ি পৌরসভার প্রশাসক মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার অজানা ছিল। অতীতের বিষয়টি রাজনৈতিক ব্যক্তিরা বলতে পারবেন। আমি খোঁজ নিয়ে দ্রুত সড়কের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’