বাঁশখালীর ত্রাস হিসেবে পরিচিত মো. দেলোয়ার হোসেন চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালীপুর ইউনিয়নের গুণাগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চকবাজার, পাঁচলাইশ, হাটহাজারী, রাঙ্গামাটির কাউখালী ও বাঁশখালী থানায় ১২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
দেলোয়ার বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের মধ্যম চাঁপাছড়ি গ্রামের মো. আলী আহমদ চৌধুরীর ছেলে।
বাঁশখালী থানা সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ৬টি ও চুরির অভিযোগে ৬টিসহ মোট ১২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকা দেলোয়ারকে রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কালীপুর ইউনিয়নের গুণাগরী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ জানান, ধৃত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে চকবাজার, পাঁচলাইশ, হাটহাজারী, রাঙ্গামাটির কাউখালী থানা ও বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ১২টি মামলায় ওয়ারেন্ট ছিল। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তাকে আদালতে সোপর্দ করা হবে।