বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চট্টগ্রামে অনুসন্ধানমূলক রিপোর্টিং ও মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২২ জানুয়ারী ২০২৫ | ১২:১৫ পূর্বাহ্ন


চট্টগ্রাম : “এখন থেকে আমাদের স্বাধীন সাংবাদিকতার সৎ সাহস ধারণ করে মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে হবে,” বলেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং ও মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “৫ আগস্ট আমাদেরকে একটি নতুন দিগন্ত এনে দিয়েছে। এটি গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গণমাধ্যম হলো জনমানুষের কন্ঠস্বর। এখন আমাদের মুক্ত ও স্বাধীন গণমাধ্যম গড়ে তোলার সময়। আমরা একটু উদ্যোগ নিলেই কর্পোরেট সাংবাদিকতার জঞ্জাল থেকে বেরিয়ে মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে পারি।”

গত ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পিআইবি চট্টগ্রামের সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।

উভয় প্রশিক্ষণে চট্টগ্রামের ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ নোমান, ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল হক হায়দারী এবং পিআইবি পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) পারভীন সুলতানা রাব্বী।

অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন জিটিভির নির্বাহী প্রযোজক শাহাব উদ্দিন, পিআইবির পরিচালক পারভীন সুলতানা রাব্বী, চ্যানেল ২৪ এর অপরাধ ও অনুসন্ধান বিভাগের প্রধান ফয়সাল আলম, পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অ্যাডজঙ্কট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী।