খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় পারিবারিক কলহের জের ধরে ছেলের এলোপাতাড়ি কোপে বাবা বিনোদ বিহারী মজুমদার (৭২) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
জানা গেছে, খোকন মজুমদার (৩৫) নামে এক ছেলে পারিবারিক কোন্দলের জের ধরে তার বাবা বিনোদ বিহারী মজুমদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
আহত বাবাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর থেকে ঘাতক খোকন পলাতক রয়েছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এই ঘটনার সংবাদ পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।