দাবা বিশ্বে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল! পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল বাংলাদেশের ৯ বছর বয়সী রায়ান রশিদ মুগ্ধ।
অনলাইন দাবার প্ল্যাটফর্ম চেস ডট কমে আয়োজিত ‘বুলেট’ ফরম্যাটের এই প্রতিযোগিতায় মুগ্ধর কাছে হেরে কার্লসেনের রেটিং ১৬ পয়েন্ট কমেছে। মাত্র এক মিনিট সময় বরাদ্দ থাকা এই ফরম্যাটে দ্রুত চাল চালিয়ে বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে এই ক্ষুদে দাবাড়ু।
ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মুগ্ধ। মজার বিষয় হলো, চেস ডট কমে তার নিজস্ব অ্যাকাউন্ট নেই। ফলে কোচ নাঈম হকের অ্যাকাউন্ট থেকে খেলছিল সে।
মুগ্ধের কোচ নাঈম হক জানিয়েছেন, “ওর অ্যাকাউন্ট নেই। আমার অ্যাকাউন্ট থেকেই ও খেলছিল। সেখানেই ও পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছে। কার্লসেনকে হারানো সহজ নয়।”
তিনি আরও বলেন, “আমি মুগ্ধকে দাবা শিখিয়েছি। ও অনলাইনে দাবা খেলতে খুব ভালোবাসে। হঠাৎ ও আমাকে এসে বলল যে কার্লসেনকে হারিয়েছে। আমি প্রথমে বিশ্বাস করিনি। কিন্তু পরে খেলার স্ক্রিনশট দেখলাম। ও বলল কীভাবে খেলেছে। খেলার রিপ্লেও দেখলাম। তাতে বুঝলাম ও সত্যিই কার্লসেনকে হারিয়েছে। আমি অবাক হয়েছি।”
বর্তমানে মুগ্ধ বাংলাদেশে অনূর্ধ্ব-১০ জুনিয়র চ্যাম্পিয়ন। গত বছর ডিসেম্বর মাসে এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে।
এদিকে কার্লসেন অবশ্য এই হার নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করেছেন, অনলাইনে তাড়াহুড়ো করে খেলতে গিয়ে একটি চাল দেওয়ার সময় তার মাউস ফস্কে যায়। ফলে যেখানে তিনি চাল দিতে চেয়েছিলেন সেখানে দিতে পারেননি। সেই চালে বড় ভুল হয়ে যায়। সেই কারণেই হারতে হয়েছে তাকে।
কারণ যাই হোক না কেন, কার্লসেনকে হারিয়ে বাংলাদেশের মুগ্ধ এখন দাবা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে।