সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো টিকটক

বিবিসি | প্রকাশিতঃ ২০ জানুয়ারী ২০২৫ | ১০:১২ পূর্বাহ্ন


রাজনৈতিক টানাপোড়নে অবশেষে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো চাইনিজ ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন আইন অনুযায়ী নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর আমেরিকায় রবিবার (১৯ জানুয়ারি) বন্ধ হয়ে গেছে জনপ্রিয় এই অ্যাপটি।

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীরা অ্যাপটিতে ঢুকলে দেখতে পাচ্ছেন ‘আইনগতভাবে টিকটক নিষিদ্ধ করা হয়েছে।’ এর অর্থ হলো, আপনি এখন থেকে টিকটক ব্যবহার করতে পারবেন না। সেখানে আরও বলা হয়, ‘আমরা ভাগ্যবান যে ক্ষমতা গ্রহণের পর টিকটক পুনর্বহালে সমাধানমূলক পথ খুঁজতে আমাদের সঙ্গে কাজ করার বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন।’

এর আগে টিকটক কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার নিষেধাজ্ঞা কার্যকরে হস্তক্ষেপ না করলে রবিবার থেকে টিকটক বন্ধ হয়ে যাবে।

গত শুক্রবার সুপ্রিম কোর্ট চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার আইন বহাল রাখে।

টিকটক এই সিদ্ধান্তকে ১৭০ মিলিয়ন ব্যবহারকারীর বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন বলে দাবি করেছে।

বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো- এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।