ফটিকছড়িতে ছাফা-লায়লা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন


চট্টগ্রামের ফটিকছড়িতে এলাকাবাসীর উদ্যোগে ছাফা-লায়লা নামে একটি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের দীঘির পাড়স্থ এলাকায় এই ক্লিনিক উদ্বোধন করা হয়।

সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) ৮ শতক জমির উপর ক্লিনিকটি নির্মাণ করে। স্থানীয় ধনাঢ্য ব্যক্তি মো. সিরাজুল হক সিআইপি ক্লিনিকটির জন্য জমি দান করেন।

নুর কাজী হালিমিয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মওলানা মোহাম্মদ কামাল উদ্দিন ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. আরেফিন আজিম। মোহাম্মদ সিরাজুল হক সিআইপির সভাপতিত্বে ও মওলানা নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সোলাইমান, ডা. সাহাব উদ্দিন, ডা. শফিউল আলম, মোহাম্মদ শাহনেওয়াজ, কবির আহম্মদ, জহুর আহম্মদ চৌধুরী, শাহাজাদা আনোয়ার শাহ, শাহাজাদা মোহাম্মদ মনজু, মোহাম্মদ আজিজুল, মোহাম্মদ জসিম, রুবেল চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি ডা. আরেফিন আজিম তাঁর বক্তব্যে বলেন, ‘সরকারের পাশাপাশি এলাকাবাসীর সহযোগীতায় এসব কমিউনিটি ক্লিনিক চলে। আমি আশা করব এলাকাবাসীর আন্তরিকতায় এ কমিউনিটি ক্লিনিক পরিচালিত হবে।’