রাঙ্গুনিয়ায় অপরাধীদের জন্য কঠোর বার্তা পুলিশের


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতার কথা জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম। রবিবার (১৯ জানুয়ারি) রাঙ্গুনিয়া মডেল থানায় রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসে। এর মধ্যে বালু তোলা, পাহাড় কাটা, চাঁদাবাজি ইত্যাদি অন্যতম। অনেক সময় দেখা যায় বড় নেতাদের নাম ভাঙিয়ে কিশোর এবং স্থানীয় ছোট মাপের নেতারা এসব অপকর্মে জড়িত থাকে।”

তিনি আরও বলেন, “আমরা এসব অনিয়ম ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। অনেক অপরাধ রাতের আঁধারে সংঘটিত হয়। আমরা খবর পেলে রাতেও ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু পুলিশ আসার খবর পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। পরবর্তীতে অভিযোগকারীরাও আর অভিযোগ করতে আসেন না। ফলে আমরা ব্যবস্থা নিতে পারি না।”

ওসি সাব্বির মোহাম্মদ সেলিম অপরাধীদের অপরাধ থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এসব বিষয়ে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি জানান।

এ সময় ওসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, সাবেক সভাপতি আকাশ আহমেদ।

উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মনি, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাবেক অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম এ মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, সদস্য আশেক এলাহী, ইসমাইল হোসেন নয়ন, মুবিন বিন সোলাইমান, জাহেদ হাসান তালুকদার, মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, ফাহিম শাহরিয়ার দেলোয়ার হোসেন ও সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ।