চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল


কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় গত বছর ডাকাত প্রতিরোধে যৌথবাহিনীর অভিযানে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

হত্যাকাণ্ডের চার মাসের মধ্যেই পুলিশ তদন্ত কার্যক্রম শেষ করে আজ রবিবার উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, এই হত্যাকাণ্ডে ১৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছিল।

অভিযোগপত্রে নাম থাকা ১২ আসামী ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি ও মালামাল ক্রোকি পরোয়ানা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর ভোররাতে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হন।