চান্দগাঁওয়ে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার


চট্টগ্রাম নগরে ধর্ষণের এক মামলায় মো. এমরান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) নগরীর চান্দগাঁও থানার এককিলোমিটার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এমরান ওই এলাকার এক কলোনিতে বসবাস করেন। তিনি ভোলা জেলার দৌলতখান থানার কলাগুছা গ্রামের আবদুল মালেকের ছেলে।

চান্দগাঁও থানার ওসি মো. আফতার উদ্দিন বলেন, ধর্ষণ মামলায় শনিবার এমরান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এদিন বিকেলে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।