চট্টগ্রামের সাংবাদিকদের প্রশিক্ষণে পিছিয়ে থাকার সুযোগ নেই : শাহ নওয়াজ


চট্টগ্রাম : চট্টগ্রাম নগরে কর্মরত সাংবাদিকদের দুটি দলকে ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ ও ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং’ বিষয়ক পৃথক দুটি প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা দুটি উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ।

‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শাহ নওয়াজ বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মনে করে ঢাকার সাথে প্রশিক্ষণ, আর্থিক সুরক্ষা, সার্বিক নিরাপত্তা এবং বড় প্রশিক্ষণ বিষয়ক নানান সুবিধার ক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিকরা পিছিয়ে আছেন। তিনি বলেন, “আমরা চেষ্টা করবো মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের পাশাপাশি ভবিষ্যতে ঢাকায় যেসব বড় প্রশিক্ষণ কর্মসূচি হবে, সেখানে যাতে চট্টগ্রামের সাংবাদিকরা অংশগ্রহণ করতে পারেন।”

এই বিষয়ে পিআইবি কর্তৃপক্ষের সাথে কথা বলার কথা জানিয়ে শাহ নওয়াজ বলেন, পিআইবি’র মহাপরিচালক মঙ্গলবার চট্টগ্রাম সফরে আসবেন। তখন তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে অনুরোধ জানানো হবে।

তিনি আরও বলেন, “চট্টগ্রামের সাংবাদিকরা যেন প্রশিক্ষণ থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করাই চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের এই উদ্যোগের লক্ষ্য। সাংবাদিকদের কল্যাণেই আমাদের পথচলা। প্রশিক্ষণের পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই তিন দিনের প্রশিক্ষণ কর্মশালায় যে কোনো একটি শিক্ষা যদি আপনাদের কাজে লাগে, তাহলে তা অর্থবহ হবে। প্রশিক্ষণকে কখনোই কম গুরুত্ব দিয়ে দেখা উচিত নয়।”

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আঞ্চলিক সম্পাদক জাহিদুল করিম কচি বলেন, আমরা সাংবাদিকদের অধিকার আদায় ও সুরক্ষা নিয়ে যেমন কাজ করি, তেমনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নেও কাজ করি। প্রশিক্ষণ থেকে আপনারা যে জ্ঞান অর্জন করবেন, তাতে আপনাদের পেশাগত কাজ আরও উন্নত হবে, এই প্রত্যাশা করি।

প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন পিআইবির পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) পারভীন সুলতানা রাব্বী। আরও বক্তব্য রাখেন জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবউদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ, পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ও ফ্রিদুনিয়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদ অরিক প্রমুখ।

এ কর্মশালা দুটিতে অনুসন্ধানী সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চট্টগ্রামে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালা দুটিতে অংশ নিচ্ছেন।