হাটহাজারী পৌরসভার কামাল পাড়া যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে পৌরসভার কামাল পাড়াস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামান।
সংগঠনের সভাপতি মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ এরশাদ, মো. শফিকুল ইসলাম, নুরুল আজম রাশেদ, জাগৃতি ক্লাবের সদ্য নির্বাচিত সভাপতি ওসমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, উজ্জীবন ক্লাবের সভাপতি ওমর ফারুক মিন্টু, সাধারণ সম্পাদক মো. পারভেজ, কামাল পাড়া যুব সংঘের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের অধ্যাপক আহসান আরিফ চৌধুরী জুয়েল, কামাল পাড়া যুব সংঘের প্রতিষ্ঠাতা ও বর্তমান সদস্যবৃন্দ এবং কার্যকরী কমিটির সকল সদস্য।
অনুষ্ঠানে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সদ্য অবসর নেওয়া কর্মচারী সুনীল কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে একই দিন বিকালে সংগঠনের সদস্য জসিম উদ্দিন বাবুল ও মোহাম্মদ রাশেদের রোগমুক্তি কামনায় মাওলানা মুজাহের, মাওলানা সরোয়ার কামাল ও মাওলানা লোকমানের অংশগ্রহণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিরা ৩০০ জন দুস্থ ব্যক্তির হাতে শীতবস্ত্র তুলে দেন।