বিশ্বঅলী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেছেন, “নবী করিম (স.) তার উম্মতের মাঝে আল্লাহর ইলম, হিকমত, রহমত, রুহানিয়ত বিতরণ করেছেন। আল্লাহর আওলিয়ায়ে কেরামগণও তাই করেছেন। গাউসুল আজম মাইজভান্ডারি (ক.) শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারিও (ক.) সারা জীবন আমাদের মাঝে একটাই দর্শন প্র্যাকটিস করিয়েছেন, একটাই দর্শন ডেমনস্ট্রেট করিয়েছেন, একটিই রুহানী শিক্ষা দিয়েছেন। উৎসাহ উদ্দীপনা দান করেছেন, শিশুকে শিশুর মতো করে, মায়েদের মায়ের মতো করে, বাবাদের বাবার মতো করে, মুরব্বিদের মুরব্বির মতো করে শিক্ষা দিয়েছেন। রুহানিয়ত শিক্ষা দিয়েছেন এবং মেহেরবানী করেছেন।”
গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফে মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ১১৯তম (১০ মাঘ) উরস উপলক্ষে আয়োজিত “তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল-২০২৫” এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাউসিয়া হক মঞ্জিল-এর ব্যবস্থাপনায় ‘মাইজভাণ্ডার শরিফ শাহী ময়দানে’ আয়োজিত সভার সঞ্চালনা করেন মুহাম্মদ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম। ‘১০ মাঘ উরস শরিফ’ উপলক্ষে SZHM ট্রাস্টের গৃহীত দশদিন ব্যাপী কর্মসূচি উপস্থাপন করেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন।
আলোচনায় অংশ নেন বোয়ালখালী চরণদ্বীপ দরবারের নায়েবে মোন্তাজেম শাহাজাদা মাওলানা শেখ আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, বোয়ালখালী গোমদণ্ডী দরবারের নায়েবে শাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী ও খতিব মাওলানা মুহাম্মদ বশিরুল আলম মাইজভাণ্ডারী।
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সভাপতি রেজাউল আলী চৌধুরী জসিম, সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল সহ অন্যান্য সদস্যগণ।