শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ জানুয়ারী ২০২৫ | ৬:২১ অপরাহ্ন


দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহিম প্রকাশ জয় (৩১) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ছদাহ ইউনিয়নের রোয়াজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জয় ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিএনপির কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফা কামাল খান জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রোয়াজিরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় নিজ বাড়ি থেকে জয়কে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গত অক্টোবরে বিএনপির কর্মীদের ওপর হামলার ঘটনার পর থেকে জয় পলাতক ছিল। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।