চট্টগ্রাম: নগরীর বাকলিয়ায় ১২ হাজার ২৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৩৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে বাকলিয়া থানাধীন তুলাতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) র্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কক্সবাজারের কুতুবদিয়া দক্ষিণ ধুরং এলাকার আব্দুল্লাহ আয়াজের ছেলে মাজিদ আহমদ (৩৫) এবং একই এলাকার মৃত আলী আহমেদের ছেলে মোঃ শাহাব উদ্দিন (৩৮)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া তুলাতলী মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী মাজিদ আহমদ ও মোঃ শাহাব উদ্দিনকে ১২ হাজার ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আসামিদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।