কর্ণফুলীতে জাহাজের সাথে বে-ওয়ানের সংঘর্ষ


চট্টগ্রাম: কর্ণফুলী নদীর মোহনায় নোঙ্গর করা একটি জাহাজের সাথে যাত্রীবাহী বে-ওয়ান ক্রুজ শিপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের ফলে বে-ওয়ান ক্রুজ শিপটি বেশ ঝুঁকির মধ্যে পড়ে যায়।

জানা গেছে, বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বসুন্ধরা ওয়েল এন্ড গ্যাস-০১ নামের জ্বালানিবাহী জাহাজটির সাথে বে-ওয়ানের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে জ্বালানিবাহী জাহাজটির একটি নোঙর ছিঁড়ে নদীতে পড়ে যায়।

বে-ওয়ান জাহাজটিকে নিরাপদে ঘাটে নিয়ে আসার জন্য বন্দরের একাধিক টাগ বোট কাজ করছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (মেরিন এন্ড হারবার) ক্যাপ্টেন আহমেদ আমীন আবদুল্লাহ দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, সংঘর্ষের পর বে-ওয়ান ঝুঁকির মধ্যে রয়েছে।

তবে তিনি আশ্বস্ত করে জানান যে, বন্দর চ্যানেল নিরাপদ এবং জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।