কক্সবাজারের টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন। আগুনে প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
টেকনাফ মৌচনী ২৬ নম্বর ক্যাম্পের জি-২ ব্লকে রাত ১১টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং স্থানীয় রোহিঙ্গারা প্রায় এক ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়নি। আগুনে পুড়ে নিহত শিশুর পরিচয় এখনো জানা যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল তা এখনো খতিয়ে দেখা হচ্ছে।
এর আগেও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘরবাড়ির নির্মাণ সামগ্রী ও বিদ্যুৎ সংযোগের অপ্রতুলতা এবং অতি জনাকীর্ণতা এসব আগুনের অন্যতম কারণ বলে ধারণা করা হয়।