শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ফিরে পেল চসিক

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৭ জানুয়ারী ২০২৫ | ৮:২৮ পূর্বাহ্ন


চট্টগ্রাম : দীর্ঘ ৯ বছর পর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। শিক্ষা মন্ত্রণালয় ৯ সদস্যের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করে দিয়েছে, যেখানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পদাধিকার বলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়ে ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত জানানো হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ৩৫(৭) ধারা অনুযায়ী বর্তমান বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তে একই আইনের ৬(১) ধারা অনুযায়ী এই বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

নতুন বোর্ডে চসিকের সদ্য সাবেক মেয়র, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব, চসিকের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান, চসিকের দুই প্যানেল মেয়র এবং চসিকের হিসাব ও নিরীক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সদস্য হিসেবে থাকবেন।

বর্তমানে চসিকে প্যানেল মেয়র এবং স্থায়ী কমিটি না থাকায় এবং সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন আত্মগোপনে থাকায় বোর্ডের বেশ কয়েকটি পদ শূন্য রয়েছে। তবে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ইতিমধ্যে উপাচার্য নিয়োগের জন্য তিনজনের নাম প্রস্তাব করেছেন।

উল্লেখ্য, চসিকের উদ্যোগ ও অর্থায়নে ২০০২ সালে প্রতিষ্ঠিত হলেও ২০১৬ সালে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও তার পরিবার বিশ্ববিদ্যালয়টির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর দীর্ঘ আইনি লড়াইয়ের পর চসিক পুনরায় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ফিরে পেল।