চট্টগ্রামের ফটিকছড়িতে এক রাতে দুই কৃষকের ৬টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর রাতে ফটিকছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ কে এম টেক এলাকার আতাউল হক চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. ইউসুফ ও বদিউল আলম পরস্পর প্রতিবেশি। প্রতিদিনের মতো তারা গরুগুলো গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন।
ভোর রাতে চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে বড় ষাঁড় ১টি, গাভী ৩টি, বাছুর ২টি রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা।
একই এলাকা থেকে এক রাতে এতগুলো গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
গরুর মালিক মো. ইউসুফ বলেন, ‘রাতে গোয়াল ঘরে গরু বেঁধে ঘুমাতে যাই। ভোরে উঠে দেখি গোয়ালঘরের দরজার তালা ভাঙ্গা। ভেতরে গিয়ে দেখি ঘরে গরু নেই।’
ক্ষতিগ্রস্ত অপর কৃষক বদিউল আলম বলেন, ‘আমার শেষ সম্বল ছিল তিনটি গরু। এক রাতে তিনটি গরু চুরি হয়ে গেল। এখন কীভাবে চলবো জানিনা।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘এক রাতে ৬টি গরু চুরির ব্যাপারে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত শুরু করেছি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।’