ঢাকা : বাংলাদেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত ৩০ বছর বয়সী এক নারী মারা গেছেন। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মৃত নারীর নাম সানজিদা আক্তার। তিনি আরও জানান, এইচএমপিভি ভাইরাস এই মৃত্যুর প্রত্যক্ষ কারণ নয়। সানজিদা আক্তার স্থূলতা ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
গত ১২ জানুয়ারি সানজিদা আক্তারের এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পায়। তিনি বিদেশ সফর করেননি বলে জানা গেছে।
এইচএমপিভি নিয়ে আতঙ্কের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা জারি করেছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের এই ভাইরাস থেকে সাবধান থাকার জন্য বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণ ঘটছে। চীন ও অন্যান্য দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।