বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

এস আলমের ২০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক, ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৪ জানুয়ারী ২০২৫ | ৭:১৩ অপরাহ্ন


দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ২০০ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৬৮টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্রোকের আদেশ পাওয়া ১৬টি স্থাবর সম্পদের মধ্যে রয়েছে গুলশান, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় জমি, ফ্ল্যাট, প্লট ও ভবন। এর মধ্যে গুলশানে এক বিঘা জমি রয়েছে যার দলিলমূল্য ২০ কোটি টাকা। এছাড়াও মোহাম্মদপুরে এক বিঘা জমি, ধানমন্ডিতে চারতলা আবাসিক ভবন, গুলশানের ৫টি ফ্ল্যাট, উত্তরায় সাততলা ভবন, গুলশানে প্লট এবং বসুন্ধরায় কয়েক একর জমি রয়েছে।

অবরুদ্ধ ৬৮টি ব্যাংক হিসাবে ২৫ কোটি টাকা রয়েছে। এর আগে গত ১৯ ডিসেম্বর মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছিল।

দুদক সূত্রে জানা গেছে, সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে।

গত ৭ অক্টোবর মোহাম্মদ সাইফুল আলম, তাঁর স্ত্রী, সন্তান, ভাইসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।