বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

গরু চুরি করতে এসে মোবাইল ফেলে গেল চোর!

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৪ জানুয়ারী ২০২৫ | ২:৫৫ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়ার কৃষক রফিক আহমদের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়ে গেছে।

রোববার (১২ জানুয়ারি) রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে।

সোমবার সকালে ঘুম থেকে উঠে রফিক আহমেদ তার গোয়াল ঘরে গিয়ে দেখেন দেড় লাখ টাকা দামের দুটি গরু নেই।

তবে, গোয়াল ঘরে একটি মোবাইল ফোন পেয়ে বিস্মিত হন তিনি।

রফিক আহমদের ধারণা, গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ভুলে মোবাইলটি ফেলে গেছে চোরের দল।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রফিক আহমেদ বলেন, ‘প্রতিদিনের মতো খাবার খাইয়ে ঘরের পাশের গোয়াল ঘরে গরু দুটি রেখে শিকল দিয়ে তালাবদ্ধ করি। সকালে উঠে দেখি গোয়াল ঘরের শিকল ও তালা কাটা। দ্রুত ভেতরে ঢুকে দেখি গরু দুটি নেই। তবে সেখানে একটি মোবাইল ফোন পাওয়া যায়।’

তিনি বলেন, ‘আমার ধারণা, রাতের কোনো এক সময় শিকল ও তালা কেটে গরু দুটি নিয়ে যায় চোরের দল। এ সময় ভুলে মোবাইল ফোনটি ফেলে গেছে তারা।’

রফিক আহমেদ অভিযোগ নিয়ে থানায় যান। পুলিশ ঘটনাটি তদন্তের দায়িত্ব পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ দিপদাশ রায়কে দিয়েছে।

দিপদাশ রায় বলেন, ‘গরু চোর দুটি গরু চুরি করে নিলেও তাদের একটি মোবাইল ফোন গোয়াল ঘরে ফেলে গেছে। এখন এই মোবাইলের সূত্র ধরে চোর শনাক্তকরণের চেষ্টা চলছে।’