বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

লোহাগাড়ায় যুবক খুন: জুয়া খেলার টাকা ও মোবাইলের জন্য হত্যার অভিযোগ, আটক ৩

| প্রকাশিতঃ ১৪ জানুয়ারী ২০২৫ | ১:০১ অপরাহ্ন


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজানে জাহেদ (২০) নামে এক যুবককে হত্যা করে লাশ লালামার ঘাটে ফেলে রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহত জাহেদ রুসুলাবাদ পাড়ার কোরবান আলীর ছেলে। পেশায় রাজমিস্ত্রী জাহেদের সাথে অনলাইন জুয়া খেলার টাকা ও মোবাইলের লোভে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

জাহেদের বাবা কোরবান আলী জানান, সোমবার রাতে ইমন নামে এক বন্ধুসহ ৪ জন জুয়া খেলার জন্য জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে জাহেদ আর বাড়ি ফেরেনি। সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন।

এ ঘটনায় জাহেদের বাবা একুশে পত্রিকাকে জানান, “আমার ছেলের সাথে কারো শত্রুতা ছিল না। ওর মোবাইলে থাকা টাকা ও মোবাইলের জন্য বন্ধুরাই ওকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।”

স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ জানান, সকালে লালামার ঘাটে জাহেদের লাশ দেখতে পেয়ে তিনি পুলিশে খবর দেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান একুশে পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইমনসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।